মোদির প্রচারে বারাণসীতে উত্তরের ১০ নেতা, তালিকায় মালদার দুইনিজস্ব প্রতিবেদন, মালদা,১৯ মে : বারাণসী শহরে বাঙালিদের যথেষ্ট পরিমাণে বসবাস।আর সেই কথা মাথায় রেখেই মোদির কেন্দ্রে প্রচারে যাবেন বঙ্গ বিজেপির নেতারা।সেই তালিকায় রয়েছেন উত্তরের সাত বিধায়ক সহ ১০ জন। তালিকায় মালদা জেলার দুই প্রতিনিধিও রয়েছেন। প্রধানমন্ত্রীর কেন্দ্রে প্রচারের সুযোগ পেয়েখুশিসকলেই।বিজেপির তরফে উত্তরের সেই নেতাদের তালিকা প্রকাশ করা হয়েছে।আর তালিকা সামনে আসতেই উচ্ছ্বসিত মালদার দুই বিজেপি নেতা। উত্তরের দশজনের সেই তালিকায় রয়েছেন বিজেপির মালদা বিভাগের কোকনভেনর শুভেন্দু সরকার, রাজ্য বিজেপি ওবিসি মোর্চার সভাপতি অজিত দাস,রাজ্য কমিটির সদস্য অভিষেক সিংহানিয়া, মাথাভাঙ্গার বিধায়ক সুশীল বর্মন, তুফানগঞ্জের বিধায়ক মালতী রাভা রায়, ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়ক শিখা চ্যাটার্জি, কালচিনির বিধায়ক বিশাল লামা, মাটিগাড়া নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মন, মালদা বিধানসভার বিধায়ক গোপালচন্দ্র সাহা। শুক্রবার শিয়ালদহ থেকে বিশেষ ট্রেনেতঁারা রওনা দেন বারাণসীর উদ্দেশ্যে।শনিবার সন্ধ্যা নাগাদ পৌঁছান সেখানে। ওই কেন্দ্রে ভোট রয়েছে শেষ দফায়। প্রচারের শেষদিন পর্যন্ত সেখানেই থাকবেন উত্তরবঙ্গের এই প্রচারকরা।মালদার বিধায়ক গোপালচন্দ্র সাহা বলেন,‘এটা আমাদের কাছে সৌভাগ্য। মোদিজির হয়ে আমরা প্রচার করতে পারব। দলের কাছে আমরা কৃতজ্ঞ।’রাজ্য কমিটির সদস্য অভিষেক সিংহানিয়ার বক্তব্য,‘এর আগে দলের হয়ে অনেক জায়গায় প্রচারেগিয়েছি। কিন্তু এবারের প্রচার একদমই বিশেষ প্রচার। দল যেভাবে নির্দেশ দেবে আমরা সেখানে গিয়ে সেইভাবেই কাজ করব।’

শ্মশানে উদ্ধার পচাগলা মৃতদেহ সহ দুই মহিলার অচেতন দেহনিজস্ব প্রতিবেদন, উত্তর দিনাজপুর, ১৯ মে—এক মহিলার মৃতদেহ সহ আরও দুইজনের সংজ্ঞাহীন দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর থানার ধরমপুর শ্মশানঘাটে। দেহ তিনটি একসঙ্গে পড়ে দেখে এলাকার বাসিন্দারা আঁতকে ওঠেন। রবিবার সকালে রীতিমতো শিউরে ওঠার মতো দৃশ্য দেখল ধরমপুর এলাকার বাংলা-বিহার সীমান্তের এক শ্মশানে ।গোয়ালপোখর থানার ধরমপুর এলাকার বাংলা-বিহার সীমান্তের এক শ্মশানে এক মহিলার অর্ধনগ্ন পচাগলা মৃতদেহ সহ তিনটি দেহ স্থানীয় বাদিন্দারা দেখতে পান।এই খবর গ্রামে ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।খবর পেয়ে বহু মানুষ ঘটনাস্থলে ভিড় করেন। খবর পেয়ে গোয়ালপোখর থানার পুলিশ এবং গ্রাম পঞ্চায়েতের সদস্যরা সেখানে হাজির হন।পরে জানা যায় এক মহিলা সহ দুইজন এখনও জীবিত আছেন। তাদের অবস্থাও আশঙ্কাজনক। মহিলার শরীরে বেশ কিছু আঘাতের চিহ্ন আছে। এই দৃশ্য দেখে গ্রামবাসিরা চমকে ওঠেন। গোয়ালপোখর থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। কীভাবে মৃতদেহটি এই শ্মশানে এলে তা নিয়ে রহস্য দানা বেঁধেছে।গ্রাম পঞ্চায়েত উপপ্রধান নূর আলমের দাবি, এরা ভবঘুরে হতে পারে। পরিচয় না জানা পর্যন্ত আসল কারন জানা যাবে না। মৃত মহিলা ও আহতরা বিহারের বাসিন্দা হতে পারে। তিনজনের কাউকেই সনাক্ত করা সম্ভব হয়নি। মৃত এবং আহতদের পরিচয় জানতে ঘটনার তদন্ত শুরু করেছে গোয়ালপোখর থানার পুলিশ।

সন্তদের অপমান মেনে নেবে না ভারত, পুরুলিয়ার সভা থেকে মমতাকে তোপ মোদিরওয়েব ডেস্ক, উত্তরের কলম, ১৯ মে—ভারত সন্তদের দেশ। এই দেশের সন্তদের অপমান কোনোভাবেই মানা হবে না। ভারত সেবাশ্রম সঙ্ঘ, রামকৃষ্ণ মিশন এবং ইসকনের সন্তদের অপমান দেশ মেনে নেবে না। রবিবার পুরুলিয়ায় নির্বাচনি সভা থেকে এভাবেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের কড়া জবাব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।এদিন পুরুলিয়ায় বিজেপির প্রার্থী জ্যোতির্ময় মাহাতোর হয়ে সভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই সভা থেকে তিনি মমতার বিরুদ্ধে তোপ দাগেন। বলেন, দুঃখের সঙ্গে বলছি, স্বামী বিবেকানন্দ যখন বিদেশে গিয়েছিলেন, ভারতের কথা বলতেন, তখন অনেক মানুষ তাঁর ভক্ত হন। যাঁরা ভারতকে ঘৃণা করতেন, তাঁরা অপমান করেছিলেন স্বামী বিবেকানন্দ। কিন্তু তিনি মা ভারতীর অভিযান নিয়ে বেরিয়েছিলেন। তিনি ভয় পাননি। বাংলায় আজ এমনই হচ্ছে। নির্বাচনে বাংলার মানুষকে ভয় দেখাতে সব সীমা পার করেছে। দেশ, দুনিয়ায় ইসকনকে সকলে চেনে। রামকৃষ্ণ মিশন করেছিলেন বিবেকানন্দ। সেবার জন্য ভারত সেবাশ্রমকে সারা দুনিয়া চেনে। এই সংগঠনগুলি ভারতের নাম উজ্জ্বল করে। কিন্তু আজ বাংলার মুখ্যমন্ত্রী সেই ইসকন, ভারত সেবাশ্রম, রামকৃষ্ণ মিশনকে প্রকাশ্যে হুমকি দিচ্ছে। প্রকাশ্য মঞ্চ থেকে হুঁশিয়ারি দিচ্ছেন। সারা দুনিয়ায় ছড়িয়ে রয়েছে এঁদের ভক্তরা। সেবার কাজ করেন। বাংলার সরকার তাঁদের দিকে আঙুল তুলছে। নাম নিয়ে হুমকি দিচ্ছে। এত সাহস!’মোদির কথায়‘নিজের ভোটব্যাংককে খুশি করতে, তোষণ করতে তৃণমূল এত নীচে নেমেছে। বাংলার মানুষ, লাখ লাখ মানুষের ভক্ত, ভাবাবেগ খেয়াল করে না। স্বামী বিবেকানন্দ, প্রভুপাদ, প্রণবানন্দ মহারাজের অপমান দেশ সহ্য করবে না। যে সরকার বাংলার মানুষের সংস্কৃতিকে সম্মান করে না, তাদের ভোটের শক্তি দিয়ে সাজা দিন, যাতে ওরা আর সন্ত, সাধুদের অপমান করতে না পারে।শনিবার আরামবাগের নির্বাচনি সভা থেকে ভারত সেবাশ্রম সংঘ ও রামকৃষ্ণ মিশনের একাংশ মহারাজের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ভারত সেবাশ্রম, রামকৃষ্ণ মিশনের একাংশ মহারাজ ডাইরেক্ট পলিটিক্স করে দেশের সর্বনাশ করছেন। মমতার কথায়, সব সজ্জন সমান হয় না। সব সাধুও নয়। আমাদের মধ্যেই কি সবাই সমান আছেন? আমি আইডেনটিফাই করেছি বলেই বলছি।

Latest Post

পুলিশ প্রশাসনে রদবদল

ওয়েব ডেস্ক, উত্তরের কলম, ১৯ মে—ভোটের আগের দিনেই পুরুলিয়া পুলিশ প্রশাসনে রদবদল। জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশে দায়িত্ব থেকে দেওয়া হল জেলা পুলিশ সুপারকে। সেই সঙ্গে সরানো হয়েছে পূর্ব মেদিনীপুরের কন্টাইইয়ের…

নরেন্দ্র মোদী ক্ষমতায় আসলেই, পাক অধিকৃত কাশ্মীর ভারতেরই অংশ হতে চলেছে এমনটাই দাবি, আদিত্য নাথ যোগীর

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আদিত্যনাথ যোগী এক নির্বাচনী সভা থেকে দাবি করলেন,নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসাবে শপথগ্রহণ এর ছয় মাসের মধ্যেই পাক আধকৃতি কাশ্মীর ভারতের অংশ হয়ে যাবে। এমনিতেই প্রায় সময়ই বিজেপি নেতারা…

কেন্দ্রকে বিঁধে এবার মুখ খুললেন রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী

ওয়েব ডেস্ক, উত্তরের কলম, ১৯ মে– মোদী যে গ্যারান্টি দেন, সেটা আদতে ‘৪২০’। কটাক্ষ অমিত মিত্রর। অমিত মিত্র মোট দশটি পয়েন্ট তুলে ধরেন। একটি সাংবাদিক বৈঠক করে অমিত মিত্র জানান,…

মোদির প্রচারে বারাণসীতে উত্তরের ১০ নেতা, তালিকায় মালদার দুইনিজস্ব প্রতিবেদন, মালদা,১৯ মে : বারাণসী শহরে বাঙালিদের যথেষ্ট পরিমাণে বসবাস।আর সেই কথা মাথায় রেখেই মোদির কেন্দ্রে প্রচারে যাবেন বঙ্গ বিজেপির নেতারা।সেই তালিকায় রয়েছেন উত্তরের সাত বিধায়ক সহ ১০ জন। তালিকায় মালদা জেলার দুই প্রতিনিধিও রয়েছেন। প্রধানমন্ত্রীর কেন্দ্রে প্রচারের সুযোগ পেয়েখুশিসকলেই।বিজেপির তরফে উত্তরের সেই নেতাদের তালিকা প্রকাশ করা হয়েছে।আর তালিকা সামনে আসতেই উচ্ছ্বসিত মালদার দুই বিজেপি নেতা। উত্তরের দশজনের সেই তালিকায় রয়েছেন বিজেপির মালদা বিভাগের কোকনভেনর শুভেন্দু সরকার, রাজ্য বিজেপি ওবিসি মোর্চার সভাপতি অজিত দাস,রাজ্য কমিটির সদস্য অভিষেক সিংহানিয়া, মাথাভাঙ্গার বিধায়ক সুশীল বর্মন, তুফানগঞ্জের বিধায়ক মালতী রাভা রায়, ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়ক শিখা চ্যাটার্জি, কালচিনির বিধায়ক বিশাল লামা, মাটিগাড়া নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মন, মালদা বিধানসভার বিধায়ক গোপালচন্দ্র সাহা। শুক্রবার শিয়ালদহ থেকে বিশেষ ট্রেনেতঁারা রওনা দেন বারাণসীর উদ্দেশ্যে।শনিবার সন্ধ্যা নাগাদ পৌঁছান সেখানে। ওই কেন্দ্রে ভোট রয়েছে শেষ দফায়। প্রচারের শেষদিন পর্যন্ত সেখানেই থাকবেন উত্তরবঙ্গের এই প্রচারকরা।মালদার বিধায়ক গোপালচন্দ্র সাহা বলেন,‘এটা আমাদের কাছে সৌভাগ্য। মোদিজির হয়ে আমরা প্রচার করতে পারব। দলের কাছে আমরা কৃতজ্ঞ।’রাজ্য কমিটির সদস্য অভিষেক সিংহানিয়ার বক্তব্য,‘এর আগে দলের হয়ে অনেক জায়গায় প্রচারেগিয়েছি। কিন্তু এবারের প্রচার একদমই বিশেষ প্রচার। দল যেভাবে নির্দেশ দেবে আমরা সেখানে গিয়ে সেইভাবেই কাজ করব।’

শ্মশানে উদ্ধার পচাগলা মৃতদেহ সহ দুই মহিলার অচেতন দেহনিজস্ব প্রতিবেদন, উত্তর দিনাজপুর, ১৯ মে—এক মহিলার মৃতদেহ সহ আরও দুইজনের সংজ্ঞাহীন দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর থানার ধরমপুর শ্মশানঘাটে। দেহ তিনটি একসঙ্গে পড়ে দেখে এলাকার বাসিন্দারা আঁতকে ওঠেন। রবিবার সকালে রীতিমতো শিউরে ওঠার মতো দৃশ্য দেখল ধরমপুর এলাকার বাংলা-বিহার সীমান্তের এক শ্মশানে ।গোয়ালপোখর থানার ধরমপুর এলাকার বাংলা-বিহার সীমান্তের এক শ্মশানে এক মহিলার অর্ধনগ্ন পচাগলা মৃতদেহ সহ তিনটি দেহ স্থানীয় বাদিন্দারা দেখতে পান।এই খবর গ্রামে ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।খবর পেয়ে বহু মানুষ ঘটনাস্থলে ভিড় করেন। খবর পেয়ে গোয়ালপোখর থানার পুলিশ এবং গ্রাম পঞ্চায়েতের সদস্যরা সেখানে হাজির হন।পরে জানা যায় এক মহিলা সহ দুইজন এখনও জীবিত আছেন। তাদের অবস্থাও আশঙ্কাজনক। মহিলার শরীরে বেশ কিছু আঘাতের চিহ্ন আছে। এই দৃশ্য দেখে গ্রামবাসিরা চমকে ওঠেন। গোয়ালপোখর থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। কীভাবে মৃতদেহটি এই শ্মশানে এলে তা নিয়ে রহস্য দানা বেঁধেছে।গ্রাম পঞ্চায়েত উপপ্রধান নূর আলমের দাবি, এরা ভবঘুরে হতে পারে। পরিচয় না জানা পর্যন্ত আসল কারন জানা যাবে না। মৃত মহিলা ও আহতরা বিহারের বাসিন্দা হতে পারে। তিনজনের কাউকেই সনাক্ত করা সম্ভব হয়নি। মৃত এবং আহতদের পরিচয় জানতে ঘটনার তদন্ত শুরু করেছে গোয়ালপোখর থানার পুলিশ।

সন্তদের অপমান মেনে নেবে না ভারত, পুরুলিয়ার সভা থেকে মমতাকে তোপ মোদিরওয়েব ডেস্ক, উত্তরের কলম, ১৯ মে—ভারত সন্তদের দেশ। এই দেশের সন্তদের অপমান কোনোভাবেই মানা হবে না। ভারত সেবাশ্রম সঙ্ঘ, রামকৃষ্ণ মিশন এবং ইসকনের সন্তদের অপমান দেশ মেনে নেবে না। রবিবার পুরুলিয়ায় নির্বাচনি সভা থেকে এভাবেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের কড়া জবাব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।এদিন পুরুলিয়ায় বিজেপির প্রার্থী জ্যোতির্ময় মাহাতোর হয়ে সভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই সভা থেকে তিনি মমতার বিরুদ্ধে তোপ দাগেন। বলেন, দুঃখের সঙ্গে বলছি, স্বামী বিবেকানন্দ যখন বিদেশে গিয়েছিলেন, ভারতের কথা বলতেন, তখন অনেক মানুষ তাঁর ভক্ত হন। যাঁরা ভারতকে ঘৃণা করতেন, তাঁরা অপমান করেছিলেন স্বামী বিবেকানন্দ। কিন্তু তিনি মা ভারতীর অভিযান নিয়ে বেরিয়েছিলেন। তিনি ভয় পাননি। বাংলায় আজ এমনই হচ্ছে। নির্বাচনে বাংলার মানুষকে ভয় দেখাতে সব সীমা পার করেছে। দেশ, দুনিয়ায় ইসকনকে সকলে চেনে। রামকৃষ্ণ মিশন করেছিলেন বিবেকানন্দ। সেবার জন্য ভারত সেবাশ্রমকে সারা দুনিয়া চেনে। এই সংগঠনগুলি ভারতের নাম উজ্জ্বল করে। কিন্তু আজ বাংলার মুখ্যমন্ত্রী সেই ইসকন, ভারত সেবাশ্রম, রামকৃষ্ণ মিশনকে প্রকাশ্যে হুমকি দিচ্ছে। প্রকাশ্য মঞ্চ থেকে হুঁশিয়ারি দিচ্ছেন। সারা দুনিয়ায় ছড়িয়ে রয়েছে এঁদের ভক্তরা। সেবার কাজ করেন। বাংলার সরকার তাঁদের দিকে আঙুল তুলছে। নাম নিয়ে হুমকি দিচ্ছে। এত সাহস!’মোদির কথায়‘নিজের ভোটব্যাংককে খুশি করতে, তোষণ করতে তৃণমূল এত নীচে নেমেছে। বাংলার মানুষ, লাখ লাখ মানুষের ভক্ত, ভাবাবেগ খেয়াল করে না। স্বামী বিবেকানন্দ, প্রভুপাদ, প্রণবানন্দ মহারাজের অপমান দেশ সহ্য করবে না। যে সরকার বাংলার মানুষের সংস্কৃতিকে সম্মান করে না, তাদের ভোটের শক্তি দিয়ে সাজা দিন, যাতে ওরা আর সন্ত, সাধুদের অপমান করতে না পারে।শনিবার আরামবাগের নির্বাচনি সভা থেকে ভারত সেবাশ্রম সংঘ ও রামকৃষ্ণ মিশনের একাংশ মহারাজের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ভারত সেবাশ্রম, রামকৃষ্ণ মিশনের একাংশ মহারাজ ডাইরেক্ট পলিটিক্স করে দেশের সর্বনাশ করছেন। মমতার কথায়, সব সজ্জন সমান হয় না। সব সাধুও নয়। আমাদের মধ্যেই কি সবাই সমান আছেন? আমি আইডেনটিফাই করেছি বলেই বলছি।

আসছে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত, গরম থেকে কিছুটা হলেও মিলবে শান্তি!

রবিবার গরম ও অস্বস্তি থাকলেও দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু হবে। কলকাতা হুগলি হাওড়া ঝাড়গ্রাম পুরুলিয়া বাদে দক্ষিণবঙ্গের সব জেলাতেই থাকবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির…

ভোটের মাঝেই হদিস মিলল, নয় হাজার কোটি টাকার নিষিদ্ধ সামগ্রী, বাজেয়াপ্ত করলো নির্বাচন কমিশন!

সবে মাত্র চার দফা নির্বাচন পর্ব শেষ হয়েছে। এখনও পর্যন্ত তিন দফার নির্বাচন বাকি। আর তারই মধ্যে ঘটে গেলো চাঞ্চল্যকর ঘটনা। মোট নয় হাজার কোটি টাকার নিষিদ্ধ সামগ্রী বাজেয়াপ্ত করেছে…

সরকারি ত্রিপল বিক্রি কাণ্ডে রাজনৈতিক তর্জা

নিজস্ব প্রতিবেদন, মালদা,১৯ মে—মালদা জেলার মানিকচকে সরকারি ত্রিপল খোলাবাজারে বিক্রি নিয়ে এবার শুরু রাজনৈতিক চাপানউতোর। তৃণমূল নেতা তথা ইংরেজবাজার পুরসভার পুরপ্রধান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরি দাবি করেছেন, বর্তমানে নির্বাচনী বিধি কার্যকরী থাকায়…

রাজভবন কাণ্ডে তিনজনকে তলব হেয়ার স্ট্রিট থানার

ওয়েব ডেস্ক, উত্তরের কলম, ১৯ মে—রাজভবনে চাকরির ইন্টারভিউ দিতে যাওয়া এক তরুণীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগে হেয়ার স্ট্রিট থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। রানভবন- রাজ্য সরকার বিবাদের আবহে সেই অভিযোগে…

সোমবারেই রাজ্যে পঞ্চম দফার ভোট, বাড়ছে নিরাপত্তা

ওয়েব ডেস্ক,উত্তরের কলম, ১৯ মে—আর মাত্র কয়েক ঘণ্টার ব্যবধান।রাত পোহালেই দেশের আটটি রাজ্যের সাতচল্লিশ লোকসভা কেন্দ্রে ভোট হতে চলেছে। এর মধ্যে পশ্চিমবঙ্গে রয়েছে সাতটি লোকসভা আসন। এই আসনগুলি হল আরামবাগ,…

ভোটের আগে ভূস্বর্গে ফের জঙ্গি হানা, মৃত এক, আহত পর্যটক দম্পতি

ওয়েব ডেস্ক, উত্তরের কলম, ১৯ মে— রাত পোহালেই কাশ্মীরে লোকসভা ভোট। তার আগের দিনেই জঙ্গি হ্যানায় ফের রক্তাক্ত ভূস্বর্গ। শনিবার কাশ্মীরে জোড়া হামলা চালায় জঙ্গিরা । গুলিতে মৃত্যু হয়েছে এক…

তারাবাড়ি থানার পুলিশ লকআপে যুগলের আত্মহত্যা, সাসপেন্ড ওসি চৌকিদার

ওয়েব ডেস্ক, উত্তরের কলম, ১৯ মে— পরকীয়ার জের! শুক্রবার রাতে বিহারের আরারিয়া জেলার তারাবাড়ি থানার পুলিশ হেপাজতে আত্মহত্যা করে জামাইবাবু ও শ্যালিকা। এই আত্মহত্যার ভিডিও ভাইরাল হতেই শনিবার দিনভর বিক্ষোভ…

১৩ বছরের বালিকা বধূকে উদ্ধার করল চাইল্ড লাইনপলাতক ৪৫ বছরের স্বামী সহ বাবা-মা

নিজস্ব প্রতিবেদন,গঙ্গারামপুর, ১৯ মে— নাবালিকা বিয়ের কথা আমরা সংবাদমাধ্যমের দৌলতে মাঝেমধ্যে জানতে পারি, কিন্তু মাত্র ১৩ বছরের এক বালিকার সঙ্গে ৪৫ বছরের ব্যক্তির বিয়ের ঘটনা সম্ভবত গৌড়বঙ্গে প্রথম। বালিকা বধূকে…

কালিয়াচকে বোমা রহস্য উদ্ধারে অন্ধকারে পুলিশ

নিজস্ব প্রতিবেদন, মালদা,১৯ মে—ভোটের মধ্যে বিক্ষিপ্ত কিছু অশান্তি ঘটেছিল। কিন্তু তারপর থেকে মোটামুটি শান্ত কালিয়াচক। এরই মধ্যে এলাকাবাসীর আতঙ্ক বাড়িয়েছে বোমা বিস্ফোরণ ও জারভর্তি বোমা উদ্ধার। শনিবার বিকেল নাগাদ পুলিশ,…

উত্তরবঙ্গ মেডিকেলে দালালচক্র ভাঙতে উদ্যোগী কর্তৃপক্ষ, টাকা নিয়ে মৃত্যুর শংসাপত্র দেওয়ার অভিযোগে শোকজ এক কর্মীকে

ওয়েব ডেস্ক, উত্তরের কলম, ১৯ মে— উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে গজিয়ে ওঠা দালালচক্র ভাঙতে এবার কড়া পদক্ষেপ করল মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। টাকার বিনিময়ে মৃত্যুর শংসাপত্র দেওয়ার অভিযোগে ওই বিভাগের…

এখনো হয়নি গ্যাস রিফিলিং সেন্টার, উত্তরবঙ্গে অনিশ্চিত সিএনজি বাস পরিষেবা

নিজস্ব প্রতিবেদন, কোচবিহার, ১৯ মে-হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড গ্যাস রিফিলিং স্টেশন তৈরি করছে না। নিগমের অভিযোগ, বারবার তাদের চিঠি পাঠানো থেকে শুরু করে বৈঠক করেও কোনও লাভ হয়নি। ফলে কবে…

গ্রেপ্তার করা হল,কেজরিওয়ালের আপ্ত সহায়ক বিভব কুমারকে!

গ্রেফতার করা হল অরবিন্দ কেজরিওয়ালের আপ্তসহায়ক বিভব কুমারকে। আপ সাংসদ স্বাতী মালিওয়ালকে হেনস্থার অভিযোগে তাঁকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। সোমবার কেজরিওয়ালের বাড়িতেই এই হেনস্থার ঘটনাটি ঘটে বলে অভিযোগ দায়ের করেছিলেন…

দুই বঙ্গেই বৃষ্টির সম্ভবনা, সঙ্গে থাকছে ঝোড়ো হাওয়া

শনিবার উত্তরবঙ্গের জলপাইগুড়ি আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি এবং দার্জিলিং সহ অপর দিকের পাঁচ জেলাতে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়ার সাথে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস।রবিবার গরম ও অস্বস্তি থাকলেও দক্ষিণবঙ্গে বৃষ্টি…

পঞ্চম দফার ভোটের আগেই সিদ্বান্ত নেওয়া হয়ে গেলো প্রধনমন্ত্রী কে হবে?

ইন্ডিয়া জোটের প্রধানমন্ত্রী পদপ্রার্থী কে? এই লাখ টাকার প্রশ্ন লোকসভা ভোটের প্রথম থেকেই ঘুরপাক খেয়েছে। এই নিয়ে বহু জল্পনা, প্রস্তাবের কথা শোনা গেলেও, উঠে আসেনি কোনও বড় নাম। এই পরিস্থিতিতে…

বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরকে হারাতে,নির্দল প্রার্থী হলেন তারই দলে থাকা প্রাক্তন আপ্ত সহায়ক কল্যাণ সরকার

বনগাঁ লোকসভা কেন্দ্রে এবারের বিজেপির তরফে প্রার্থী হয়েছেন,শান্তনু ঠাকুর। এদিকে, বিজেপির প্রাক্তন সাধারণ সম্পাদক নির্দল হিসেবে প্রার্থী হয়েছেন। যা নিয়ে কিছুটা অস্বস্তিতে গেরুয়া শিবির। নির্দল প্রার্থীদের হিসেবে মনোনয়ন দিতেই শান্তনু…

সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ, উপাচার্য নিয়োগ কোনো রাজনীতির প্রবেশ নিষিদ্ধ!

সুপ্রিম কোর্ট জানল,উপাচার্য নিয়োগ নিয়ে কোনওরকম রাজনীতি বরদাস্ত নয়। বেশ কয়েকমাস ধরেই রাজ্যের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য ও রাজ্যপালের সঙ্গে সংঘাত প্রকাশ্যে এসেছে। এই বিষয় নিয়ে মামলা…

রায়বেরালিতে ছেলে রাহুলের হয়ে প্রচারে গেলেন, সনিয়া গাঁধী

মায়ের আসন থেকে এবার ভোটের ময়দানে দাড়ালো রাহুল গান্ধী। শারীরিক অসুস্থতার জন্য লোকসভার পাট চুকিয়ে সনিয়া গান্ধী এবার রাজ্যসভায় গিয়েছেন। তাই এবার আর নিজের নয়, ছেলের জন্য ভোট চাইতে রায়বরেলিতে…

উত্তর দিনাজপুরে নিয়ন্ত্রণ হারিয়ে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ল সরকারি ভলভো বাস,মৃত ২ আহত একাধিক

শনিবার সাতসকালে উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়ার মনোরা এলাকায় ভয়াবহ বাস দুর্ঘটনা। এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুই জনের। আহত হয়েছেন একাধিকজন। জানা যাচ্ছে, সরকারি ভলভো বাসটি কলকাতা থেকে কোচবিহারের দিকে যাচ্ছিল।…

বোমা উদ্ধারে আতঙ্ক কালিয়াচকে

নিজস্ব প্রতিবেদন, মালদা, ১৮ মে– কালিয়াচক থানার কালিয়াচক ১ গ্রাম পঞ্চায়েতের মডেল এলাকায় বোমা বিস্ফোরণের পর উদ্ধার নটি বলবোমা। ঘটনাটি ঘটে শুক্রবার সন্ধ্যেবেলায় শৌচালয়ের পরিত্যক্ত ট্যাঙ্কিতে বিকট শব্দে বোমাগুলি ফেটে…

সন্দেশখালীর তদন্তে নয়া মোড়,বসলো সিবিআই ক্যাম্প

সন্দেশখালি তদন্ত এবার নয়া মোড় নিল।শাহাজাহানের ডেরাতেই অস্থায়ী ক্যাম্প খুলল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা(সিবিআই)।লোকসভা নির্বাচনের মধ্যেই সন্দেশখালীতে নতুন করে শুরু হল আন্দোলন।মহিলারা একাধিক অভিযোগ করেছেন। তারজন্য খোলা হল এই সিবিআই ক্যাম্প।জানা…

পুলিশের বিরুদ্ধে উঠল মারধরের অভিযোগ,ভাইরাল ভিডিও সোশ্যাল মিডিয়াতে

ভিডিওতে দেখা যাচ্ছে ১জন ট্রাফিক সার্জেন্ট এর সঙ্গে একজন অফিসার ও সিভিক পুলিশ এক বাইক চালকের হাত ধরেছে।আর ওই ব্যক্তি চিৎকার করছে মারছেন কেন? মারছেন কেনো?বাঁচান, বাঁচান ,খুব ভুল করছেন,এই…

নিজের স্ত্রীকে খুন করে পালিয়ে গেল স্বামী।

রক্তাক্ত অবস্থায় স্ত্রীর দেহ উদ্ধার হয়েছে বাড়ি থেকে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে আনন্দপুর থানা এলাকার পূর্ব পঞ্চানন গ্রামে। পুলিশ মৃত দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। কি…

রচনার সভা থেকে শ্বেতপত্র প্রকাশের দাবি অভিষেকের

ওয়েব ডেস্ক, উত্তরের কলম, ১৭ মে— শুক্রবার হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের হয়ে সভা করলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিনের সভা থেকে তিনি একদিকে যেমন বিজেপির বিদায়ি সাংসদ…

সল্টলেকের আচার্য সাদন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান এর কাছে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারির চাকরি প্রার্থীর মঞ্চ থেকে ডেপুটেশন দেয়া হল

ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন কর্তৃক প্রকাশিত আপার প্রাইমারি চাকরি প্রার্থী ২০১৫সালের 16 আগস্ট টেট পরীক্ষা হয় এবং ২০১৬ সালে তার ফলাফল প্রকাশিত হয়। দীর্ঘ টালবাহানার পর২০১৯ সালের 04…

সংখ্যা গরিষ্ঠ আসন নিয়েই ২০২৪ এ তৈরী হবে মোদীর সরকার, দাবী আমি শাহ দেশে মোট লোকসভা আসনের সংখ্যা হল ৫৪৩।

অর্থাৎ ম্যাজিক ফিগার হল ২৭২। বিজেপি যদি ২৭২-র আগেই থমকে যায়, তাহলে বিকল্প কী পরিকল্পনা, তা নিয়ে মুখ খুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেইসঙ্গে লোকসভা নির্বাচনে বিজেপির পারফরম্যান্স নিয়ে মুখ…

ওড়িশাতে বিজেপি কর্মীকে কুপিয়ে খুন, আহত বিজেডি কর্মী

বুধবার রাতে ওড়িশার গঞ্জাম জেলায় বিজেপি ও বিজু জনতা দলের (বিজেডি) কর্মীদের মধ্যে সংঘর্ষে এক বিজেপি কর্মীকে কুপিয়ে খুন করা হয়েছে। বিজেপির আরও অন্তত সাতজন এবং বিজেডির আরও চারজন আহত…

বিজেপি প্রার্থীকে আশীর্বাদ করলেও জয়নগরে জিতবে তৃণমূলই, দাবি রেজ্জাক মোল্লারওয়েব ডেস্ক, উত্তরের কলম, ১৭ মে— দীর্ঘদিন ধরে বাম রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও রাজ্যে পালাবদলের পর তৃণমূল শিবিরে নাম লেখান ভাঙড়ের একসময়ের দোর্দণ্ডপ্রতাপ সিপিএম নেতা আবদূর রেজ্জাক মোল্লা। অসুস্থতার কারণে ২০২১ বিধানসভা নির্বাচনের আগে রাজনীতির ময়দান থেকে অবসর নিয়েছেন বর্ষীয়ান নেতা, অর্ধশতকের বেশি সময়ের এই বিধায়ক।গত দু’তিন বছর ধরে অসুস্থতার কারণে একেবারেই শয্যাশায়ী। অসুস্থ রেজ্জাক মোল্লাকে দেখতে ও তাঁর আশীর্বাদ নিতে ভাঙড়ের বাঁকড়ি গ্রামের বাড়িতে গেলেন জয়নগর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অশোক কান্ডারী। তাঁর মাথায় হাত রেখে ‘আশীর্বাদ’ জানালেও রেজ্জাক ক্ষীণ কণ্ঠে প্রার্থীকে জানিয়ে দেন, জয়নগর, যাদবপুরে তৃণমূলই জিতবে। বিজেপির সংগঠন তেমন মজবুত নয়। সেই সঙ্গে জয়নগরের তৃণমূল প্রার্থী প্রতিমা মণ্ডল তাঁর সঙ্গে ভোটের আগে দেখা করতে না আসায় ‘অভিমান’ও প্রকাশ করেন বর্ষীয়ান রাজনীতিবিদ রেজ্জাক। হস্পতিবার ভাঙড়ের দুর্গাপুর অঞ্চলের মিলন বাজারে নির্বাচনী প্রচারে গিয়েছিলেন বিজেপি প্রার্থী। সেখান থেকে ঢিলছোড়া দূরত্বে রেজ্জাকের গ্রামের বাড়ি। নির্বাচনী প্রচার সেরে এ দিন রেজ্জাককে দেখতে তাঁর বাড়িতে যান অশোক।রাজনীতি থেকে অবসর নেওয়ার পরে তাঁর খোঁজ-খবর কেউ রাখে না বলে কিছুটা অভিমানী রেজ্জাক। সে কথা বলেওছেন এদিন। বিজেপি প্রার্থী নিজে চিকিৎসক। রেজ্জাকের রক্তচাপ, পালস পরীক্ষা করেন তিনি। স্টেথোস্কোপ দিয়ে হার্টও পরীক্ষা করেন।বিজেপি প্রার্থীর এমন ব্যবহারে যারপরনাই খুশি রেজ্জাক। পাশাপাশি, মনে করিয়ে দেন, জয়নগর কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রতিমা মণ্ডল তাঁর কাছে আসেননি ‘আশীর্বাদ’ নিতে। কিছুটা ক্ষুণ্ণ রেজ্জাক বলেন, ওঁর আমার কাছে আসার প্রয়োজন নেই। কারণ, প্রতিমা মণ্ডলের মাথায় অনেক বড় মাথার হাত রয়েছে।তবে জয়নগর ও যাদবপুর কেন্দ্রে বিজেপি ‘কিছু করতে পারবে না’ বলেও এ দিন অশোককে বলেন রেজ্জাক। দুই কেন্দ্রেই তৃণমূল জয়ী হবে বলে তাঁর আশার কথা জানান। আরও বলেন, আমার আশীর্বাদ থাকলেই শুধু হবে না। এলাকায় বিজেপির সংগঠন মজবুত নয়। এই এলাকা সংখ্যালঘু অধ্যুষিত হওয়ায় মানুষ তৃণমূলকে ভোট দেবে বলেই আমার মনে হয়।

সিএএতে আবেদন করলেই নাগরিকত্ব চলে যাবে, রচনা ব্যানার্জির সভায় দাবি মুখ্যমন্ত্রীর

ওয়েব ডেস্ক, নিজস্ব প্রতিবেদন, ১৭ মে—সিএএ নিয়ে ফের সাধারণ মানুষকে সতর্ক করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার হুগলি লোকসভার তৃণমূল প্রার্থীর সমর্থনে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, সিএএ নিয়ে কেন্দ্রীয়…

পিয়ালি দাসকে ছাড়ার নির্দেশ কলকাতা হাইকোর্টের

ওয়েব ডেস্ক, উত্তরের কলম, ১৭ মে— সন্দেশখালির পিয়ালি দাস ওরফে মাম্পিকে বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। একইসঙ্গে তাঁকে এখনই ছাড়ার নির্দেশ দিল উচ্চআদালত। এদিন বিচারপতি জয়…

আবারো উড়তি অভিনেত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার কলকাতার বুকে

২১ বছরের সুস্মিতা দাস ছিল পূর্ব মেদনীপুরের বাসিন্দা। অভিনেত্রী হওয়ার স্বপ্ন নিয়ে কলকাতার বুকে পা রাখেন তিনি।কলকাতার হরিদেবপুরের একটি ফ্ল্যাটে একাই ভাড়া থাকতেন তিনি।পুলিশ সূত্রে জানা যায়, তার কলকাতাতে কিছু…

কোচবিহারে গুলিবিদ্ধ তৃণমূলের পঞ্চায়েত প্রধান

নিজস্ব প্রতিবেদন, কোচবিহার, ১৭ মে– ভোট মিটতে না মিটতেই উত্তপ্ত হয়ে উঠল কোচবিহার। এবার সামান্য কিছু বিক্ষিপ্ত ঘটনা ছাড়া কোচবিহারে ভোটপর্ব শান্তিতেই মিটেছে। কিন্তু ভোট মিটতেই অশান্তির আঁচ বাড়তে শুরু…

মাটি পরীক্ষা শিবিরে অংশ নিল ৭০ জন পড়ুয়া

নিজস্ব প্রতিবেদন, রায়গঞ্জে, ১৭ মে—মাটির স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে বিশেষ একটি শিবির অনুষ্ঠিত হল উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে। রায়গঞ্জের উদয়পুরে এই পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয় মৃত্তিকা পরীক্ষাগারের তরফে। মৃত্তিকা পরীক্ষাগারের আধিকারিক…

১৪ জন কংগ্রেস নেতাকর্মীর নামে অভিযোগ মানিকচক থানায়

তৃণমূল অঞ্চল সভাপতিতে ‘খুনের চেষ্টা’ নিজস্ব প্রতিবেদন, মালদা ১৭ মে: ভোট মিটেছে। কিন্তু এখনও রাজনৈতিক লড়াইয়ে উত্তপ্ত মানিকচকের গোপালপুর। শনিবার গোপালপুর এলাকায় ১৪ টি তাজা বোমা উদ্ধার হয়েছিল। বোমাগুলি নিস্ক্রিয়…

শিলিগুড়ি-দার্জিলিং ভায়া মিরিক রুটে বাস পরিষেবা চালু করতে চলেছে এনবিএসটিসি

ওয়েব ডেস্ক, উত্তরের কলম, ১৭ মে– পর্যটকদের অত্যন্ত পছন্দের গন্তব্য পাহাড়ি শহর মিরিক। তবে এতদিন মিরিক পর্যন্ত বাস পরিষেবা থাকলেও সেখান থেকে দার্জিলিং যেতে গেলে ভরসা করতে হত প্রাইভেট গাড়ি…

মলদ্বারে লুকিয়ে বাংলাদেশ থেকে ভারতে সোনা পাচারের ছক বানচাল

নিজস্ব প্রতিবেদন, দক্ষিণ দিনাজপুর, ১৭ মে– মলদ্বারে লুকিয়ে ভারতে সোনা পাচারের ছক বানচাল করল বিএসএফ। বৃহস্পতিবার বিকেলে হিলি থানার হাঁড়িপুকুর সীমান্ত ফটকে এক যুবককে আটক করে বিএসএফ (BSF)। কাঁটাতারের ওপারের…

বজ্রাঘাতে মৃতদের পরিবারের পাশে মালদা জেলা প্রশাসন, মৃতদের পরিবারকে দুই লক্ষ টাকা করে ক্ষতিপূরণ

নিজস্ব প্রতিবেদন, মালদা, ১৭ মে— হাসপাতাল চত্বরজুড়েই শুধু কান্নার রোল। স্বজনহারাদের কান্নায় ভারী বৃহস্পতিবার রাত রাত থেকে শুরু করে শুক্রবার পর্যন্ত মালদা মেডিক্যাল কলেজ চত্বর ও হাসপাতাল। বাজ পড়ে ১২…

আগুনে ছাই বিরিয়ানির দোকান

নিজস্ব প্রতিবেদন, শিলিগুড়ি, ১৭ মে— গভীর রাতে আগুন। আর তাতেই পুড়ে ছাই একটি দোকান। বৃহস্পতিবার মধ্যরাতে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি পুর নিগমের ৪০ নম্বর ওয়ার্ডের হায়দারপাড়া এলাকার একটি বাজারে। প্রতিদিনের মতো…

তৃণমূল পঞ্চায়েত সদস্যের স্বামীর দুর্ঘটনায় মৃত্যু, শোকপ্রকাশ বিধায়ক মোশারফ হোসেনের

নিজস্ব প্রতিবেদন, ইটাহার, ১৭ মে–ধান বোঝাই করে বাড়ি ফেরার পথে ট্রাক্টরের পিছনে ধাক্কা লরির। রাস্তায় ছিটকে পরে লরির চাকায় পিষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হল এক কৃষক তথা তৃণমূল কর্মীর।স্থানীয় পঞ্চায়তের…

গর্তে পড়ল রডবোঝাই লরি

নিজস্ব প্রতিবেদন, ইসলামপুর, ১৭ মে– নিয়ন্ত্রণ হারিয়ে গর্তে পড়ে গেল রডবোঝাই একটি লরি। এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার শ্রীকৃষ্ণপুর বাইপাস…

বদলে গেলো উচ্চমাধ্যমিকের কৃতি পরুয়ার সংখ্যা,প্রথম দশে আরো ১২ জনউচ্চমাধ্যমিকে রিভিউ ও স্কুটিনির তৎকালের ফল প্রকাশিত হল বৃহস্পতিবার

আর ফলপ্রকাশ হতেই দেখা গেলো প্রথম দশের মেধা তালিকায় রদবদল। প্রথম দশে স্থান করে নিল আর‌ও ১২ জন কৃতী পড়ুয়ারা। ৮ মে ফল প্রকাশের সময় উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম দশের…

মালদায় ফের নীলগাইয়ের দেখা মিলল

মালদায় ফের নীলগাইয়ের দেখা মিললনিজস্ব প্রতিবেদন, মালদা, ১৬ মে– ফের অবাধ বিচরণ করতে দেখা গেল একটি নীলগাই। এবার ইংরেজবাজার থানার মিল্কি অঞ্চলের আনন্দমোহনপুর এলাকায় একটি কলাবাগানে নীলগাই দেখলেন এলাকার মানুষ।…

বাজ পড়ে মৃত ১১, আহত দুই মহিলা

নিজস্ব প্রতিবেদন, মালদা, ১৬ মে– আচমকা ঝড়বৃষ্টিতে মালদায় বাজ পড়ে মৃত্যু হল আটজনের। জখম হয়েছে দুইজন। বৃহস্পতিবার দুপুরে মালদার পৃথক এলাকায় বাজ পড়ে এই মৃত্যুর ঘটনাটি ঘটেছে। মৃতদের মধ্যে দুইজন…

অধীর থেকে সুজন ও দিলীপ ঘোষেরা ,সব বিরোধী দলনেতাই কটাক্ষ করলেন মমতাকে!

বুধবার চুঁচুড়া জনসভা থেকে মমতা ব্যানার্জির দাবি, লোকসভা ভোটের পরে দেশে নাকি ইন্ডিয়া জোটের সরকার হবে আর তাতে তৃণমূল সরাসরি যোগ দেবে না কিন্তু দুর থেকে সমর্থন করবে।তার এই বক্তব্যকে…

সাত দফা দাবিতে বিদ্যুৎ দপ্তরে ডেপুটেশননিজস্ব প্রতিবেদন,কালিয়াগঞ্জ, ১৬ মে– অতিরিক্ত বিদ্যুৎ বিল কমানো সমেত সাত দফা দাবি নিয়ে কালিয়াগঞ্জ বিদ্যুৎ দপ্তরে বিক্ষোভ প্রদর্শন ও ডেপুটেশন প্রদান করল বিজেপি। বৃহস্পতিবার দুপুরে বিজেপির কালিয়াগঞ্জ শহর মন্ডল সভাপতি গৌরাঙ্গ দাসের নেতৃত্বে মিছিলের মাধ্যমে এই ডেপুটেশন কর্মসূচির সূচনা হয়। প্রদীপকুমার সাহা, সন্তোষ বেঙ্গানী, বাপী সেনগুপ্ত, বিনোদ লোহিয়া, তাপসী ঝা, বাবলু রবিদাস, সুমন পালের মতো বিজেপি নেতৃত্ব এই ডেপুটেশনের উপস্থিত ছিলেন। এই ডেপুটেশন ঘিরে অশান্তি রুখতে রসিদপুরে অবস্থিত বিদ্যুৎ দপ্তরের সামনে বিরাট পুলিশবাহিনী মোতায়েন ছিল। বিজেপির এই মিছিল বিদ্যুৎ দপ্তরের গেটে পৌঁছে শুরু হয় প্রতীকী অবস্থান বিক্ষোভ প্রদর্শন। এর মাঝেই বিজেপি শহর মন্ডলের এক প্রতিনিধিদল সাক্ষাৎ করেন কালিয়াগঞ্জ বিদ্যুৎ দপ্তরে স্টেশন ম্যানেজার আলী আহমেদের সঙ্গে। দাবিসনদ পেশ করে আলোচনায় বসে উপযুক্ত পদক্ষেপ গ্রহণের আবেদন রাখেন বিজেপি নেতৃত্ব। বিদ্যুৎ বিল কমানো ছাড়াও কালিয়াগঞ্জ শহরের ১০,১১ ও ১২ নম্বর ওয়ার্ডের যে সকল এলাকা গ্রামীণ বিদ্যুৎ পরিসেবার আওতায় আছে, দ্রুততার সঙ্গে তা শহর এলাকার অন্তর্ভুক্ত করা, লিখিত নোটিশ না দিয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন না করা প্রভৃতি দাবি তোলা হয়েছে এদিনের ডেপুটেশনে।

আমরণ অনশন করতে গিয়ে, অসুস্থ হয়ে পড়লেন মমতা বালা ঠাকুরের মেয়ে মধুপর্ণা ঠাকুর

তৃণমূলের রাজ্য সভার সাংসদ মমতা বালা ঠাকুরের মেয়ে মধুপর্ণা ঠাকুর আমরণ অনশন এ বসেছেন বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে।তাদের দাবি,শান্তনু ঠাকুর তাদের বাড়ি থেকে জোর করে উচ্ছেদ করেছে।তারপর থেকেই তারা…

রাজ্য সড়কের ধারে গাছে উদ্ধার বধূর ঝুলন্ত দেহ

নিজস্ব প্রতিবেদন, বুনিয়াদপুর, ১৬ মে : রহস্যজনক মৃত্যু হল এক গৃহবধূর। বৃহস্পতিবার বাড়ি থেকে চার কিলোমিটার দূরে রাজ্য সড়কের ধারে একটি গাছে ওই বধূর ঝুলন্ত দেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা।…

নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে অধিকারী পরিবারকে আক্রমণ মমতার

ওয়েব ডেস্ক, উত্তরের কলম, ১৬ মে– নন্দীগ্রাম আন্দোলের স্মৃতি উসকে দেন মমতা। নাম না করে নিশানা করলেন শিশির অধিকারী ও শুভেন্দু অধিকারীকে। বৃহস্পতিবার নন্দীগ্রামের তৃণমূল প্রার্থীর সমর্থনে একটি পদযাত্রায় অংশগ্রহণ…

বিএলআরও নিগ্রহ কাণ্ডে ধৃত চার

নিজস্ব প্রতিবেদন, করণদিঘি, ১৬ মে— নাগর নদীর বুক থেকে মাটি উত্তোলন রুখতে গিয়ে পাচারকারীদের হাতে আক্রান্ত হয়েছিলেন বিএলআরও। মারধরে তাঁর মাথা ফেটে যায়। এছাড়াও আক্রান্ত হন ভূমিরাজস্ব দপ্তরের আরও তিন…

প্রসূনের সমর্থনে হাওড়ায় একাধিক সভা মোশারফ হোসেনের

ওয়েব ডেস্ক, উত্তরের কলম, ১৬ মে—হাওড়া উত্তরের তিনবারের সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়। এবারেও তিনি ওই কেন্দ্র থেকে তৃণমূলের প্রতীকে প্রার্থী হয়েছেন। কিন্তু এবারের লড়াইটা বেশ কিছুটা কঠিন। কারণ বিরোধীদের পাশাপাশি দলের…

পাম্প হাউসের জলে চলছে পুকুর ভরাট

নিজস্ব প্রতিবেদন, কালিয়াগঞ্জ, ১৬ মে– নলবাহিত পানীয় জল প্রকল্পের পাম্প হাউসের নল খুলে চলছে পুকুরে জল ভরানোর কাজ। অবিশ্বাস্য এমনই কাণ্ড ঘটেছেগ কালিয়াগঞ্জ ব্লকের সিংতোর এলাকায়। অনাবৃষ্টি এবং রোদ গরমে…

আজ সুপ্রিম কোর্টের যুগান্তকারী রায়, “মানি লন্ডারিং এর অভিযোগে কোনো ব্যাক্তিকে ইডি গ্রেপ্তার করতে পারবে না”!

মানি লন্ডারিং অর্থাৎ অর্থ তছরুপ নিয়ে বৃহস্পতিবার সুপ্রিমকোর্ট বলেছে, বিশেষ আদালত মানি লন্ডারিং অভিযোগের বিষয়টি বিবেচনা করার পর, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট মানি লন্ডারিং প্রতিরোধ আইনের অধীনে কোনও অভিযুক্তকে গ্রেফতার করতে পারে…

প্রিয়াঙ্কা টেব্রিওয়ালের সন্দেশখালি নিয়ে করা আবেদনে, সাড়া দিল না কলকাতা হাইকোর্ট

সন্দেশখালি নিয়ে প্রধান বিচারপতি দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী প্রিয়াঙ্কা টেব্রিওয়াল। সন্দেশখালির মামলা দ্রুত শুনানির আবেদন জানায় তিনি। তার দাবি, কিছু লোক ঘরে ঘরে গিয়ে মহিলাদের উপর অভিযোগ প্রত্যাহারের জন্য চাপ…

দিলীপ ঘোষ ইকোপার্কে মর্নিং ওয়াকে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কি বললেন ? জানতে হলে অবশ্যই পড়ুন নিচের প্রতিবেদনটি:

বাকি পর্বের ভোট কেমন হবে?উত্তরবঙ্গে আমরা একতরফা খেলেছি। ওখানেই ওদের খেলা শেষ হয়ে গেছে। ওই ধাক্কায় বাকি খেলা বেরিয়ে যাবে। খেলা পুরো হবে। ভালো করে হবে। সেন্ট্রাল ফোর্স কাউকে নড়তে…

ভোটের জন্য নির্বাচন কমিশন সব বাস তুলে নিয়েছে, বাসের আকাল মেটাতে রাজ্যের নয়া প্রকল্প!

দেশ তথা রাজ্যে চলছে লোকসভা নির্বাচন। দেশের সবচেয়ে বড় গণতান্ত্রিক কর্মকাণ্ড। তাই ব্যবস্থাপনাও প্রচুর। সমস্ত ব্যবস্থাপনার পুঙ্খানুপুঙ্খ খতিয়ে দেখছে নির্বাচন কমিশন। গোট ভোট প্রক্রিয়া পরিচালনার জন্য বিভিন্ন রাজ্যেই প্রচুর পরিমাণে…

কোচবিহারে ব্যবসায়ীদের বনধকে সমর্থন সিপিএমে

নিজস্ব প্রতিবেদন, কোচবিহার, ১৬ মে– ব্যবসায়ীদের ডাকা বনধকে সমর্থন জানাল সিপিএম । বুধবার দলের তরফে একটি সাংবাদিক সম্মেলন করে স্পষ্টভাবে জানানো হয়েছে, বনধে ব্যবসায়ীদের সমর্থন করছেন তারা। এমনকি প্রয়োজন হলে…

বক্সায় ১০০ হেক্টর ঘাসজমি তৈরির উদ্যোগ

নিজস্ব প্রতিবেদন, আলিপুরদুয়ার, ১৬ মে– বক্সা টাইগার রিজার্ভে বর্ষার মরশুমে প্রায় ১০০ হেক্টর ঘাসজমি তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয় জাতের নানা প্রজাতির ঘাস চাষেই জোর দিচ্ছে বক্সা কর্তৃপক্ষ। গত বছর…

চোরের দলে শামিল কলেজ পড়ুয়া

নিজস্ব প্রতিবেদন, জলপাইগুড়ি, ১৬ মে – শেষ পর্যন্ত জলপাইগুড়ি জেলার জটেশ্বর এলাকায় চোরের দলকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ। চারজনের এই চোরের দলে রয়েছে দুই কলেজপড়ুয়া। তাঁদের তাণ্ডবে কার্যত রাতের…

তৃণমূল নেতার ভাইয়ের ঝুলন্ত দেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদন, শিলিগুড়ি, ১৬ মে—অস্বাভাবিক মৃত্যু তৃণমূল নেতার ভাইয়ের। বৃহস্পতিবার তাঁর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় শিলিগুড়ির চম্পাসারি এলাকায়। এদিন সকালে এলাকার একটি গোডাউন থেকে উদ্ধার হয় ঝুলন্ত…

পুকুরে স্নান করতে নেমে দুই স্কুলছাত্রীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদন্‌, কোচবিহার, ১৬ মে— দুই স্কুলছাত্রীর মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।পুকুরে স্নান করতে নেমে তারা তলিয়ে যায়। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর তাঁদের দেহ উদ্ধার হয়। স্থানীয় বাসিন্দারা দুজনকেই…

মমতাকে হীরক রানি বলে কটাক্ষ করলেন,স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ!

স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ বলেন সত্যজিৎ রায় বেঁচে থাকলে নাকি হীরক রানি নামে সিনেমা করতেন।তিনি দেশের বিখ্যাত শিল্পী।তার সিনেমা তৈরির দক্ষতা জগৎ জুড়ে প্রশংসনীয়।তার অতি বিখ্যাত ছবি হীরক রাজার দেশে।অমিত…

প্রয়াত হলেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার মা মাধবী রাজে!

লোকসভা ভোটের মাঝেই দুঃসংবাদ। প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার মা মাধবী রাজে। বুধবার সকালে দিল্লির AIIMS হাসপাতালে মৃত্যু হয় গোয়ালিয়রের রাজমাতার। গুনা কেন্দ্র থেকে এ বছর লোকসভার লড়াইয়ে নেমেছেন জ্যোতিরাদিত্য…

প্রধানমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করতে চান?এখনই করুন! খোদ প্রধানমন্ত্রীই নিজেই দিলেন নম্বর!

জনপ্রিয়তম নেতার তকমা পেয়েছেন নরেন্দ্র মোদী। এ হেন ক্ষমতাবান রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে যোগাযোগ করার আগ্রহ থাকে সকলের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফোন নম্বর জানতে উৎসুক সকলেই। মঙ্গলবারই বারাণসী লোকসভা কেন্দ্র থেকে…

হাওড়া স্টেশনে খুনের চেষ্টা,একটুর জন্য বাঁচল প্রাণ!

দিনে দুপুরে ঘটে গেলো এক দুর্বিষহ ঘটনা।হাওড়া স্টেশন চত্বরে এক মহিলাকে ছুরি মেরে খুনের চেষ্টা করা হয়।ওই আহত মহিলাকে উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। অভিযুক্ত…

মাটি মাফিয়াদের মারে মাথা ফাটল বিএলআরওর

নিজস্ব প্রতিবেদন,করণদিঘি, ১৫ মে– মাটিমাফিয়াদের আটকাতে নাগর নদী এলাকায় অভিযানে গিয়ে আক্রান্ত হলেন উত্তর দিনাজপুর জেলার করণ দিঘির বিএলআরও। রক্তাক্ত ও জখম হয়েছেন আরো তিনজন। ভাঙচুর হয় বিএলআরও র গাড়ি।…

২৪ হাজার টাকা সহ সোনা ও রুপোর গয়না চুরি

নিজস্ব প্রতিবেদন, হেমতাবাদ, ১৫ মে– বাড়িতে গভীর ঘুমে আচ্ছন্ন পরিবারের সদস্যরা। আর সেই সুযোগে লুঠতরাজ চালাল দুষ্কৃতীদল। এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়।মঙ্গলবার গভীর রাতে উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ থানার…

হুগলিতে হঠাৎ আকাশ থেকে এসে পড়ল একটি যন্ত্র, আতঙ্কিত এলাকাবাসী!

আগামী ২০ তারিখ হুগলি লোকসভা কেন্দ্রে ভোট। তার আগেই হঠাৎ করে চাঞ্চল্য ছড়াল হুগলির কাপাসডাঙা এলাকায়। আকাশ থেকে হঠাৎই পড়ল একটি যন্ত্র। যার জেরে সাতসকালে রীতিমতো আতঙ্ক দেখা গেল স্থানীয়…

সন্দেশখালিতে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ, হাইকোর্টের দ্বারস্থ পিয়ালি দাস

ওয়েব ডেস্ক, উত্তরের কলম, ১৫— এখনও উত্তেজনা সন্দেশখালিতে। দিন দয়েক আগে তৃণ্মূলের এক স্থানীয় নেতাকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছিল স্থানীয় মহিলাদের বিরুদ্ধে। ঘটনার পর থেকে উত্তপ্ত হয়ে রয়েছে এলাকা।…

পরিবারতন্ত্র নিয়ে মমতা-সোনিয়াকে খোঁচা অমিত শাহের

ওয়েব ডেস্ক,উত্তরের কলম, ১৫ মে—সোনিয়া গান্ধী চান রাহুলকে প্রধানমন্ত্রী করতে। মমতা ব্যানার্জি চান অভিষেককে মুখ্যমন্ত্রী করে নিজে প্রধানমন্ত্রীর গদিতে বসতে। ইন্ডিয়া জোটের সব দলের নেতারাই নিজেদের পরিবারকে প্রতিষ্ঠা করতে ব্যস্ত।…

দুই হাজার টাকা কেজির ইলিশ নিমেশেই শেষ

ওয়েব ডেস্ক, আলিপুরদুয়ার, ১৫ মে—প্রায় দু’হাজার টাকা কেজি দামের বাংলাদেশি ইলিশ। তাও সুফল বাংলার স্টলে আসার ঘণ্টা দুয়েকের মধ্যে যেন উধাও হয়ে গেল গোটা পঞ্চাশেক রুপালি ফসল।মঙ্গলবার বেলা ১১ টা…

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খোদ হিসেব দিলেন তার সম্পত্তির!

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হলফনামা অনুযায়ী, তাঁর কাছে 3.02 কোটি টাকার অস্থাবর সম্পদ আছে। সেই সঙ্গে তাঁর কাছে নগদ 52,920 টাকা রয়েছে। 2024 সালের হলফনামা অনুযায়ী, তাঁর জমি, বাড়ি বা গাড়ি…

চাকা ফেটে ভুটভুটি উলটে জখম তিন

নিজস্ব প্রতিবেদন, দক্ষিণ দিনাজপুর, ১৫ মে— মঙ্গলবার রাতে দুর্ঘটনার কবলে পড়তে হল ভুটভুটির তিন যাত্রীকে। চাকা ফেটে ভুটভুটি উলটে গেলে তাঁরা গুরুতর আহত হন। ঘটনাটি ঘটেছে কুমারগঞ্জ থানার জাখিরপুর গ্রাম…

জমিবিবাদে আক্রান্ত মহিলা, রাস্তায় শুয়ে প্রতিবাদ নির্যাতিতার

নিজস্ব প্রতিবেদন, কোচবিহা্‌র ১৫ মে– সম্পত্তি নিয়ে পারিবারিক বিবাদ।তার জেরে গ্রাম্য সালিশিতে এক মহিলাকে মারধরের অভিযোগ ওঠে এলাকার এক প্রভাবশালী নেতার বিরুদ্ধে। এমনকি বিষয়টি পুলিশ প্রশাসনে জানিয়েও কোনো কাজ হয়নি।…

ভোট দিতে আসেননি পরিযায়ী শ্রমিকরা, মালদায় ভোট কমল পাঁচ শতাংশ

মালদা, ১৩ মে : কোনও নির্বাচনে মালদা জেলায় পরিযায়ী শ্রমিকরা কতটা প্রভাব ফেলেন সেটা প্রথমবার বুঝতে পারল রাজনৈতিক দলগুলি৷ এবারের নির্বাচনে রাজনৈতিক দলগুলির তরফে পরিযায়ী শ্রমিকদের ঘরে ফিরিয়ে আনার তেমন…

রসিকবিল প্রকৃতি পর্যটনকেন্দ্রে সাতটি চিতাশাবকের জন্ম

ওয়েব ডেস্ক, কোচবিহার, ১৫ মে-: এই প্রথম রসিকবিল প্রকৃতি পর্যটনকেন্দ্রে চিতাবাঘের এনক্লোজারে রিমঝিম ও গরিমার কোল আলো করে জন্ম হয়েছে সাতটি ফুটফুটে শাবকের। ১২ মে ওই সাতটি চিতাশাবকের জন্ম হয়েছে।…

পাইপ লাইনের গর্তে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদন, উত্তর দিনাজপুর,১৫ মে— পাইপলাইনের গর্তে পড়ে গিয়ে তিন বছরের এক শিশুর মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায়। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়ার ঘিরনিগাও গ্রাম পঞ্চায়েতের বাবুনপাড়া গ্রামে। মর্মান্তিক…

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপপ্রবাহ বৃদ্ধির সম্ভবনা, আবারো ছোঁবে ৪২ ডিগ্রী!

দক্ষিণবঙ্গে আবারও বাড়বে তাপপ্রবাহের মাত্রা। চলতি সপ্তাহেই পশ্চিমের জেলার তাপমাত্রা ৪০ পেরোবে। আংশিক মেঘলা থাকবে আকাশ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে গরম ও অস্বস্তি। উপকূলের কয়েকটি জেলাতে সন্ধে বা রাতে…

ইভিএম মেশিনে ভোট কারচুপি হচ্ছে,এমনটাই অভিযোগ মমতা ব্যানার্জীর!

নির্বাচনে ইভিএম-এ কারচুপি হতে পারে বলে অতীতেও আশঙ্কাপ্রকাশ করেছেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার চতুর্থ দফার নির্বাচনে কৃষ্ণনগর কেন্দ্র নিয়ে গুরুতর অভিযোগ তুললেন তিনি। কল্যাণীর সভা থেকে…

বনগাঁর শাহি সভা থেকে সিএএ নিয়ে মমতাকে তোপওয়েব ডেস্ক, উত্তরের কলম, ১৪ মে—সিএএ নিয়ে তৃণমূলকে বিঁধলেন অমিত শাহ। মতুয়া গড়ের বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের সমর্থনে সভায় বক্তব্য রাখতে গিয়ে অমিত শাহ বলেন, বাংলায় তিরিশের বেশি আসন জিতলে শান্তনু ঠাকুর মতুয়াদের বাড়ি বাড়িতে গিয়ে নাগরিকত্ব দিয়ে আসার ব্যবস্থা করবেন।এবার পশ্চিমবঙ্গে তিরিশের বেশি আসনে জেতার লক্ষ্যমাত্রা নিয়েছে বিজেপি। লক্ষ্যপূরণে তাই দিল্লির নেতারা প্রতিদিন ছুটে আসছেন বাংলায়। রবিবারেই বঙ্গে চারটি সভা করে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর ঠিক আকদিন পরেই ফের বাংলাতে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। উত্তর ২৪ পরগণার বনগাঁয় বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরকে সঙ্গে নিয়ে তিনি বিশাল জনসভা করেন। শান্তনু নিজে মতুয়াদের ধর্মগুরু। তাছাড়া বনগাঁয় মতুয়া ভোট বড় ফ্যাক্টর। বিজেপির তরফে বারবার দাবি করা হয়েছে, বিজেপির জন্য দেশে সিএএ চালু হয়েছে। তাই মঙ্গলবার অমিত শাহের বক্তব্যেও ফিরে আসে সিএএ প্রসঙ্গ।যদিও তৃণমূলের তরফে দাবি করা হচ্ছে, সিএএতে আবেদন করলে নাগরিকত্ব পাওয়ার বদলে চলে যাবে। কিন্তু এদিন অমিত শাহ দাবি করেন, সিএএ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ভয় দেখাচ্ছেন। এই আইনের মাধ্যমে কারো কোনো সমাধান হবে না। পাশাপাশি অমিত শাহ মনে করিয়ে দেন, সিএএ আইন বিষয়টি সম্পূর্ণভাবে কেন্দ্রীয় সরকারের অধীনে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় চাইলেও এই আইন আটকাতে পারবেন না। অমিতজি পরামর্শ দেন, সিএএ-র অধীনে কারো কোনো সমস্যা হলে তাঁরা যেন শান্তনু ঠাকুরের সঙ্গে দেখা করেন। তিনিই সব সমস্যার সমাধান করে দেবেন।এদিন অনুপ্রবেশ ইশ্যুতেও অমিত শাহ সরব হন। তাঁর অভিযোগ, ভোটব্যাংকের রাজনীতি করার জন্য অনুপ্রবেশকারীদের ভোটার কার্ড দেয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। কিন্তু মতুয়ারা শরণার্থী হলেও তাঁদের নাগরিকত্ব দিতে চান না। ওই ভোট ব্যাংক বাঁচাতেই রামলালার প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠানে ম্মতা-অভিষেক বা তৃণমূলের কেউ যাননি।কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতি ও অপশাসনের অভিযোগ তোলেন। তিনি বলেন, একমাত্র প্রধানমন্ত্রী নরেন্র্ন মোদিই বাংলাকে দুর্নীতি ও অপশাসনমুক্ত করতে পারেন।পাশাপাশি ইভিএম ইশ্যুতেও মমতাকে নিশানা করেন বিজেপির এই সর্বভারতীয় নেতা। বলেন, মমতা যখন মুখ্যমন্ত্রী হন, তখনও ইভিএম ছিল। এখন হেরে যাবেন বলে ইভিএম নিয়ে মিথ্যা অভিযোগ করছেন।

বহু প্রচেষ্টার পর জামিন মিলল শিক্ষক নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হওয়া তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণের!

সিবিআই যেতেই পুকুরে ফেলেছিলেন মোবাইল, সেই জীবনকৃষ্ণ পেলেন জামিন। সুপ্রিম কোর্টে জামিন পেলেন বড়ঞার তৃণমূল বিধায়ক। শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় তাঁকে গ্রেফতার করেছিল সিবিআই। তাঁর হয়ে এ দিন সুপ্রিম কোর্টে…

মান্ডি লোকসভার ,এবারের তারকা প্রার্থী কঙ্গনা রানাউত তার স্থাবর ও অস্থাবর সম্পত্তির হিসাব দিলেন নিজেই!

মাণ্ডি লোকসভা কেন্দ্র থেকে বিজেপির টিকিটে লড়ছেন কঙ্গনা রানাউত। বরাবরই এই অভিনেত্রীর মোদী ভক্তি প্রকাশ্যে এসেছে। এবার গেরুয়া শিবির তাঁকে লোকসভার প্রার্থী করে কার্যত চমক দিয়েছে। প্রার্থী হিসেবে নাম ঘোষণা…

বোর্ডের নীচে চাপা পড়ে মৃত বেড়ে ১৪, এনওসি ছাড়াও বোর্ড লাগানোতেই বিপত্তি, তদন্তে পুলিশ

উত্তরের কলম, ১৪ মে– ধুলোঝড়ের তাণ্ডব চলাকালীন বিশালাকার ধাতব বিজ্ঞাপনের বোর্ড ভেঙে পড়ে। সেই ঘটনায় আটটি মৃতদেহ উদ্ধার হয়েছিল। কিন্তু পরে আরও ছয়টি দেহ নতুন করে উদ্ধার হওয়ায় মোট মৃতের…

কুলিকে কমছে পরিযায়ী পাখির সংখ্যা

নিজস্ব প্রতিবেদন, উত্তর দিনাজপুর, ১৪ মে- এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম পক্ষীনিবাস হিসেবে পরিচিত উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের কুলিক।বিগত বছরগুলিতে ক্রমাগত পাখির সংখ্যা বৃদ্ধি পেয়েছে এই পাখীরালয়ে। কিন্তু সম্প্রতি ধরা পরছে…

তৃণমূলের সুপ্রিমো, ব্যারাকপুরের প্রার্থী অর্জুন সিংয়ের বিরুদ্ধে উগরে দিলেন একগুচ্ছ ক্ষোভ!

২০১৯ সালে যখন বিজেপির টিকিটে অর্জুন সিং জিতেছে তখন তিনি সেইসময় পরিবেশ তপ্ত করে তুলেছিলেনবলে অভিযোগ। তাই ভাটপাড়ার সিং পরিবারকে ‘ডেঞ্জারাস’ বলে বিঁধেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যারাকপুরের সভায় বক্তৃতা দেওয়ার…

রাজ্যপালের বিরুদ্ধে এবার অভিযোগ উঠলো এক নৃত্য শিল্পীকে শ্লীলতাহানির!

রিপোর্ট জমা পড়ল নবান্নে!কিছুদিন আগেই রাজভবনের এক অস্থায়ী কর্মীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে। সেই বিতর্কের মাঝেই এবার সামনে উঠে এল রাজ্যপালের বিরুদ্ধে অপর একটি অভিযোগ। যার…

গঙ্গাসপ্তমীর পূণ্যলগ্নে বারাণসি থেকে মনোনয়ন জমা প্রধানমন্ত্রীর

ওয়েব ডেস্ক, উত্তরের কলম, ১৪ মে- আগামী ১ জুন বারাণসীতে রয়েছে ভোটগ্রহণ। তার আগে গঙ্গাসপ্তমীর পুণ্যলগ্নে শুভ তিথী মেনে বারাণসী কেন্দ্র থেকে মনোনয়ন জমা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন মনোনয়ন…

অবশেষে নিজেই আত্মসমর্পণ করলেন অনুপ মাজি ওরফে (লালা)!

কয়লা পাচারকাণ্ডে বড় আপডেট। আজ মঙ্গলবার আসানসোল বিশেষ সিবিআই আদালতে আত্মসমর্পণ করলেন অনুপ মাজি ওরফে লালা। আত্মসমর্পণের পরে, লালার পক্ষে সমস্ত আইনি প্রক্রিয়া শুরু করতে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের একজন আইনজীবী…

মুম্বাইয়ে ধুলোঝড়ে মৃত বেড়ে আট, আহত ৬০

নিজস্ব প্রতিবেদন, উত্তরের কলম, ১৪ মে— হঠাত প্রকৃতির রোষ আছড়ে পড়ল মুম্বই নগরীতে। তাতে বিধস্ত ভারতের এই মহানগরী। ভারতের বাণিজ্য নগরীতে হঠাত আছড়ে পড়ল ধুলোঝড়। ঘাটকোপারে বিধ্বংসী ধুলোঝড়ের দরুন হোর্ডিং…

বিহারের উপমুখ্যমন্ত্রী সুনীল মোদীর আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ রাজনৈতিক মহল!

ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াই। শেষ পর্যন্ত মারণ রোগের কাছেই হার মানলেন তিনি। নরেন্দ্র মোদীকে চিঠি লিখে লোকসভা ভোটের আগে নির্বাচনী লড়াই থেকে অব্যাহতি চেয়েছিলেন তিনি। ভোটের মাঝেই তাঁর জীবনাবসান হল।…

ষষ্ঠ দফা ভোটের আগে,মমতা বন্দোপাধ্যায়ের এখনের টার্গেট জঙ্গলমহল ও পূর্ব মেদিনীপুর!

মমতা বন্দ্যোপাধ্যায়ের নজরে এবার পূর্ব মেদিনীপুর ও জঙ্গলমহল।ষষ্ঠ দফার ভোটের আগে টানা নির্বাচনী প্রচারে পূর্ব মেদিনীপুর ও জঙ্গলমহল এর জেলাগুলিতে মমতা বন্দ্যোপাধ্যায়।কাঁথি,খড়গপুর ও মেদিনীপুর শহরে রোড শো করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।১৬…

বিজেপি এই যে ক্ষমতায় আসছে তারই পূর্বাভাস জানালেন, শুভেন্দু অধিকারী

হাওড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তীর সমর্থনে বেতাইতলা থেকে জিটি রোডের ফজিরবাজার পর্য্যন্ত সোমবার একটি শোভাযাত্রা হয়। তাতেই অংশ গ্রহণ করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রোড শো শেষ…

আরামবাগে প্রচার মোশারফের

ওয়েব ডেস্ক, উত্তরের কলম, ১৩ মে—উত্তরবঙ্গের পর দক্ষিণবঙ্গে জোর প্রচার চালাচ্ছেন ইটাহারের বিধায়ক তথা তৃণমূল সংখ্যালঘু সংগঠনের রাজ্য সভাপতি মোশারফ হোসেন। সোমবার একদিকে যখন রাজ্যের আটটি লোকসভায় ভোটপর্ব চলছে তখন…

হায়দরাবাদের বিজেপি তারকা প্রার্থী মাধবীলতার বিরুদ্ধে থানায় ইফ আই আর এর অভিযোগ, বোরখা সরিয়ে প্রার্থীদের দেখছেন কেন?

আজ লোকসোভার চতুর্থ দফার ভোট। বিজেপির হায়দরাবাদের প্রার্থী মাধবীলতার বিরুদ্ধে ওঠে এক বিস্ফোরক অভিযোগ । অভিযোগ , মুসলিম ভোটারদের বোরখা খুলে চিহ্নিত করার অভিযোগ।ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধে একটি FIR দায়ের করা…

ইন্ডিয়াতে আসতে চলেছে জোট সরকার, দাবী মমতা ব্যানার্জীর

বনগাঁ লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থীর জন্য প্রচার করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বনগাঁ কেন্দ্রে মতুয়াদের নাগরিকত্ব নিয়ে বিশেষ বার্তা দিলেন তিনি। নিঃশর্ত নাগরিকত্ব দেওয়া হোক, সিএএ মণ হবে না,…

তৃণমূলের তারকা প্রচারকের তালিকায় ফের কুণাল

ওয়েব ডেস্ক, উত্তরের কলম, ১৩ মে– সপ্তম তথা শেষ দফা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের তারকা প্রচারকের তালিকায় আবার ফিরছেন কুণাল ঘোষ । রাজ্য সম্পাদকের পদ থেকে সরানোর পর তাঁকে তারকা প্রচারকের…

Other Story

মোদির প্রচারে বারাণসীতে উত্তরের ১০ নেতা, তালিকায় মালদার দুইনিজস্ব প্রতিবেদন, মালদা,১৯ মে : বারাণসী শহরে বাঙালিদের যথেষ্ট পরিমাণে বসবাস।আর সেই কথা মাথায় রেখেই মোদির কেন্দ্রে প্রচারে যাবেন বঙ্গ বিজেপির নেতারা।সেই তালিকায় রয়েছেন উত্তরের সাত বিধায়ক সহ ১০ জন। তালিকায় মালদা জেলার দুই প্রতিনিধিও রয়েছেন। প্রধানমন্ত্রীর কেন্দ্রে প্রচারের সুযোগ পেয়েখুশিসকলেই।বিজেপির তরফে উত্তরের সেই নেতাদের তালিকা প্রকাশ করা হয়েছে।আর তালিকা সামনে আসতেই উচ্ছ্বসিত মালদার দুই বিজেপি নেতা। উত্তরের দশজনের সেই তালিকায় রয়েছেন বিজেপির মালদা বিভাগের কোকনভেনর শুভেন্দু সরকার, রাজ্য বিজেপি ওবিসি মোর্চার সভাপতি অজিত দাস,রাজ্য কমিটির সদস্য অভিষেক সিংহানিয়া, মাথাভাঙ্গার বিধায়ক সুশীল বর্মন, তুফানগঞ্জের বিধায়ক মালতী রাভা রায়, ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়ক শিখা চ্যাটার্জি, কালচিনির বিধায়ক বিশাল লামা, মাটিগাড়া নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মন, মালদা বিধানসভার বিধায়ক গোপালচন্দ্র সাহা। শুক্রবার শিয়ালদহ থেকে বিশেষ ট্রেনেতঁারা রওনা দেন বারাণসীর উদ্দেশ্যে।শনিবার সন্ধ্যা নাগাদ পৌঁছান সেখানে। ওই কেন্দ্রে ভোট রয়েছে শেষ দফায়। প্রচারের শেষদিন পর্যন্ত সেখানেই থাকবেন উত্তরবঙ্গের এই প্রচারকরা।মালদার বিধায়ক গোপালচন্দ্র সাহা বলেন,‘এটা আমাদের কাছে সৌভাগ্য। মোদিজির হয়ে আমরা প্রচার করতে পারব। দলের কাছে আমরা কৃতজ্ঞ।’রাজ্য কমিটির সদস্য অভিষেক সিংহানিয়ার বক্তব্য,‘এর আগে দলের হয়ে অনেক জায়গায় প্রচারেগিয়েছি। কিন্তু এবারের প্রচার একদমই বিশেষ প্রচার। দল যেভাবে নির্দেশ দেবে আমরা সেখানে গিয়ে সেইভাবেই কাজ করব।’

শ্মশানে উদ্ধার পচাগলা মৃতদেহ সহ দুই মহিলার অচেতন দেহনিজস্ব প্রতিবেদন, উত্তর দিনাজপুর, ১৯ মে—এক মহিলার মৃতদেহ সহ আরও দুইজনের সংজ্ঞাহীন দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর থানার ধরমপুর শ্মশানঘাটে। দেহ তিনটি একসঙ্গে পড়ে দেখে এলাকার বাসিন্দারা আঁতকে ওঠেন। রবিবার সকালে রীতিমতো শিউরে ওঠার মতো দৃশ্য দেখল ধরমপুর এলাকার বাংলা-বিহার সীমান্তের এক শ্মশানে ।গোয়ালপোখর থানার ধরমপুর এলাকার বাংলা-বিহার সীমান্তের এক শ্মশানে এক মহিলার অর্ধনগ্ন পচাগলা মৃতদেহ সহ তিনটি দেহ স্থানীয় বাদিন্দারা দেখতে পান।এই খবর গ্রামে ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।খবর পেয়ে বহু মানুষ ঘটনাস্থলে ভিড় করেন। খবর পেয়ে গোয়ালপোখর থানার পুলিশ এবং গ্রাম পঞ্চায়েতের সদস্যরা সেখানে হাজির হন।পরে জানা যায় এক মহিলা সহ দুইজন এখনও জীবিত আছেন। তাদের অবস্থাও আশঙ্কাজনক। মহিলার শরীরে বেশ কিছু আঘাতের চিহ্ন আছে। এই দৃশ্য দেখে গ্রামবাসিরা চমকে ওঠেন। গোয়ালপোখর থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। কীভাবে মৃতদেহটি এই শ্মশানে এলে তা নিয়ে রহস্য দানা বেঁধেছে।গ্রাম পঞ্চায়েত উপপ্রধান নূর আলমের দাবি, এরা ভবঘুরে হতে পারে। পরিচয় না জানা পর্যন্ত আসল কারন জানা যাবে না। মৃত মহিলা ও আহতরা বিহারের বাসিন্দা হতে পারে। তিনজনের কাউকেই সনাক্ত করা সম্ভব হয়নি। মৃত এবং আহতদের পরিচয় জানতে ঘটনার তদন্ত শুরু করেছে গোয়ালপোখর থানার পুলিশ।

সন্তদের অপমান মেনে নেবে না ভারত, পুরুলিয়ার সভা থেকে মমতাকে তোপ মোদিরওয়েব ডেস্ক, উত্তরের কলম, ১৯ মে—ভারত সন্তদের দেশ। এই দেশের সন্তদের অপমান কোনোভাবেই মানা হবে না। ভারত সেবাশ্রম সঙ্ঘ, রামকৃষ্ণ মিশন এবং ইসকনের সন্তদের অপমান দেশ মেনে নেবে না। রবিবার পুরুলিয়ায় নির্বাচনি সভা থেকে এভাবেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের কড়া জবাব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।এদিন পুরুলিয়ায় বিজেপির প্রার্থী জ্যোতির্ময় মাহাতোর হয়ে সভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই সভা থেকে তিনি মমতার বিরুদ্ধে তোপ দাগেন। বলেন, দুঃখের সঙ্গে বলছি, স্বামী বিবেকানন্দ যখন বিদেশে গিয়েছিলেন, ভারতের কথা বলতেন, তখন অনেক মানুষ তাঁর ভক্ত হন। যাঁরা ভারতকে ঘৃণা করতেন, তাঁরা অপমান করেছিলেন স্বামী বিবেকানন্দ। কিন্তু তিনি মা ভারতীর অভিযান নিয়ে বেরিয়েছিলেন। তিনি ভয় পাননি। বাংলায় আজ এমনই হচ্ছে। নির্বাচনে বাংলার মানুষকে ভয় দেখাতে সব সীমা পার করেছে। দেশ, দুনিয়ায় ইসকনকে সকলে চেনে। রামকৃষ্ণ মিশন করেছিলেন বিবেকানন্দ। সেবার জন্য ভারত সেবাশ্রমকে সারা দুনিয়া চেনে। এই সংগঠনগুলি ভারতের নাম উজ্জ্বল করে। কিন্তু আজ বাংলার মুখ্যমন্ত্রী সেই ইসকন, ভারত সেবাশ্রম, রামকৃষ্ণ মিশনকে প্রকাশ্যে হুমকি দিচ্ছে। প্রকাশ্য মঞ্চ থেকে হুঁশিয়ারি দিচ্ছেন। সারা দুনিয়ায় ছড়িয়ে রয়েছে এঁদের ভক্তরা। সেবার কাজ করেন। বাংলার সরকার তাঁদের দিকে আঙুল তুলছে। নাম নিয়ে হুমকি দিচ্ছে। এত সাহস!’মোদির কথায়‘নিজের ভোটব্যাংককে খুশি করতে, তোষণ করতে তৃণমূল এত নীচে নেমেছে। বাংলার মানুষ, লাখ লাখ মানুষের ভক্ত, ভাবাবেগ খেয়াল করে না। স্বামী বিবেকানন্দ, প্রভুপাদ, প্রণবানন্দ মহারাজের অপমান দেশ সহ্য করবে না। যে সরকার বাংলার মানুষের সংস্কৃতিকে সম্মান করে না, তাদের ভোটের শক্তি দিয়ে সাজা দিন, যাতে ওরা আর সন্ত, সাধুদের অপমান করতে না পারে।শনিবার আরামবাগের নির্বাচনি সভা থেকে ভারত সেবাশ্রম সংঘ ও রামকৃষ্ণ মিশনের একাংশ মহারাজের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ভারত সেবাশ্রম, রামকৃষ্ণ মিশনের একাংশ মহারাজ ডাইরেক্ট পলিটিক্স করে দেশের সর্বনাশ করছেন। মমতার কথায়, সব সজ্জন সমান হয় না। সব সাধুও নয়। আমাদের মধ্যেই কি সবাই সমান আছেন? আমি আইডেনটিফাই করেছি বলেই বলছি।